ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আমিনুল ইসলাম সভাপতি ও উদয় হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।
গত মঙ্গলবার ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ সভাপতি মো. গিয়াসউদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকের সাক্ষরিত প্যাডে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন, শাকিল আহমেদ, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, মো. রাহাত হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন, শহীদুজ্জামান ভুঁইয়া শহীদ, সোহান বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক তামজীদ হোসাইন প্রান্ত, মিনহাজ হোসেন সিমান্ত, মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়।