ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের অনুমোদিত পুর্ণাংগ কমিটি প্রকাশ করা হয়েছে। ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরামুল নবী ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজীব স্বাক্ষরিত প্যাডে ৮৪ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ১২ নভেম্বর, ২০১৭ সালের স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রাজীব শরিফ ও সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান জনি। কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে পদ পেয়েছেন আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক মাসুদ হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক উর্মি খান, আইন বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বাদশা মাহমুদ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নিশাত স্বর্না, আগামী ১ (এক) বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।