ঢাকা জেলার দোহার প্রেসক্লাবের ত্রি-বার্ষিকী নির্বাচনের ফলাফলের ঘোষণা করা হয়। উপজেলার সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার সম্পাদক মো. কামরুল হাসান’কে সভাপতি ও বিজয় টিভির (ঢাকা দক্ষিণ) প্রতিনিধি মো. আতাউর রহমান সানী’কে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক সমকাল প্রতিবেদক মাহবুবুর রহমান টিপু ও দৈনিক নওরোজ প্রতিনিধি অলি আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক যায়যায়দিন প্রতিবেদক শেখ সোহেল রানা, সাংগাঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, অর্থ ও দপ্তর সম্পাদক আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, কার্যকরী পরিষদ সদস্য নিউজ ৩৯ ডট নেটের সম্পাদক তারেক রাজিব, সাইফুদ্দিন ফনু ও হাবিবুর রহমান।
নির্বাচন কমিটির আহবায়ক ছিলেন নিউজ ৩৯ ডট নেটের সম্পাদক তারেক রাজিব এবং যুগ্ম-আহবায়ক ছিলেন এশিয়ান টিভির প্রতিবেদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া ও দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক হাবিবুর রহমান। এসময় নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
Please follow and like us: