মোঃ হযরত আলী, দৌলতপুর প্রতিনিধিঃ- কুষ্টিয়া দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির উদ্দোগে ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয় সোমবার বিকাল ৪ টার সময় আল্লারদর্গা এলাকাতে সাবেক মন্ত্রী কোরবান আলীর কবর জিয়ারত, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত র্যালীতে হাজার হাজার লোক সমবেত হয়। র্যালী শেষে আল্লারদর্গা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভাতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ন সম্পাদক আব্দুল আল মামুন, জেলা কমিটির এন জি ও বিষায়ক সম্পাদক আবু হানীফ, জেলা কমিটির কৃষি বিষায়ক সম্পাদক দিনার আহাম্মেদ বুলবুল, সভাপতি উপজেলা যুবসংহতি নূরে আলম,প্রবিন নেতা নাজমুল হক,আব্দুল ছাত্তার।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কমিটির সাধারন সম্পাদক শাহারিয়ার জামিল জুয়েল।
উক্ত আলোচনা সভাতে জুয়েল জানান,পল্লিবন্ধুর অঙ্গীকার আগামি সরকার হবে জনতার তিনি আর জানান আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত।