মোঃ হযরত আলী, দৌলতপুর (কুষ্টিয়া) থেকেঃ- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ফরাজীপাড়া গ্রামের মৃত কাসেম ফরাজীর ছেলে দৌলতপুর যুব দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ মাষ্টার, সর্ব যুগের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধ ু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গ করে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করায় এলাকার পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের উদ্দোগে কামালপুর বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ১২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ লালু ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরীর পুত্র যুবলীগ নেতা এমরান হোসেন চৌধূরী কলিন্স, সভাপতিত্ব করেন পিয়ারপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা বুলবুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আজগর আলি বিশ্বাস, যুবলীগ নেতা বাবলু বিশ্বাস, শহিদুল ইসলাম যোয়াদ্দার, মাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুস ছালাম, রবজেল আলি, ছাত্রলীগ নেতা রুবেল আহাম্মেদ প্রমূখ। বক্তারা জানায় কুক্ষাত মাদক ব্যবসায়ী ও মাদকাশক্ত মনিরুজ্জামান মুনতাজ একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, পুলিশ কয়েক বার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তার স্কুল ফাঁকির অভিযোগ রয়েছে। রেফায়েতপুর আওয়ামীলীগ নেতা প্রবাসী আব্দুল মজিদ ভিডিও টি প্রথম দেখে এলাকার নেতা কর্মীদের ফোন করে জানায় ও তার ফেসবুকে প্রথম প্রতিবাদ লিপি প্রদান করে, বিষয়টি ব্যাপক আলোচনা শুরু হলে এলাকাবাসী প্রতিবাদ মূখর হয়ে পড়ে। যুবলীগ আয়োজিত সভায় এলাকাবাসী বিক্ষোভ মিছিলে এবং বক্তব্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং ঘটনাটি তদন্ত করে দূষি ব্যাক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।