এন.এইচ.নাহিদ,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর ইউপি’র হোসেনাবাদ বাজার এলাকায় মৃত জব্বার আলীর ছেলে চুনু কসায় ও মৃত নুরু শেখের ছেলে মুবারকের বসত বাড়িতে আগুন লেগেছে বলে জানা যায়।গত রাতে হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।এবং মুহুর্তের মধ্যে অগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে।দৌলতপুর থানায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় ভেড়ামারা থানার ফায়ার সার্ভিস’কে জানানো হয়।ফায়ার সার্ভিস ষ্টেশন টি দূরে হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ নিজেদের প্রচষ্টোয় অগুন নেভানোর চষ্টো করতে থাকেন।পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।চুনু’র স্ত্রী মারিয়ারা জানান তার বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।এবং তারা কিছু বুজে ওঠার আগেই আগুন বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে।তার ঘরে থাকা কোন জিনিসই তারা বের করতে পারেনি।তার ঘরে কম্পিউটার,টিভি,২ টি খাট,সহ ১ লক্ষ ১৪ হাজার টাকা ছিলো বলে জানান মারিয়ারা।এবং মুবারকের ছেলে মাসুদ রানা জানান,আমরা অসহায় ও গরিব।আমাদের ক্ষতির পরিমান প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা।আমরা সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি।এ বিষয়ে উক্ত ইউপি’র চেয়ারম্যানের ছেলে অব্দুল খালেক জানান বিষয়টা খুব দুঃখজনক আমরা তাদের পাশে আছি।