নয়া আলো ডেস্কঃ- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নে বাংলা বাজার নদীর ঘাট এলাকা থেকে বালির নীচে চাপা দেওয়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। উক্ত লাশ সম্পর্কে চিলমারি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাংলাবাজার নদীর ঘাট এলাকায় একটি কুকুর চরে বালির নিচে পুতে রাখা যুবকের লাশ উঠানের চেষ্টা কালে পথচারীরা দেখে ফেলে কিন্তু লাশটি চেনা যাচ্ছিল না। পুলিশে জানান হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।ততোক্ষণ বিভিন্ন মিডিয়াতে খবরটি প্রচারিত হতে থাকলে। হুগলবাড়ি ইউনিয়নের তাজপুর ঘাটপাড়া গ্রামের নাহারুল ইসলাম থানাতে ছুটে আসেন এবং সনাক্ত করেন এটা তার ছেলে রনি(৩২)। ৯ দিন আগে নিখোঁজ হয়েছেন তিনি।২৯/১/১৮ তারিখে থানাতে জিডি করা হয়েছে। এ বিষয়ে এলাকাবসী জানান রনি সাথে প্রবাসী আফাজের স্ত্রীর সাথে রনির পরকিয়া গ্রামের অনেকে জানতো এ বিষয়ে এক বার শালিস হয়েছিল।
রনির পিতা নাহারুল জানান আমার ছেলেকে তাজ পুর ঘুনাপাড়ার নূরবক্স এর ছেলে প্রবাসী আফাজের স্ত্রীর সিমা বার বার নিষেধ করার পরে ফোন করতো মেলা মেশা করতো সেই আমার ছেলেকে হত্যা করেছে। রনির মা রজিনা জানান আমার ছেলেকে সিমার কারনে খুন হতে হয়েছে।রনির ছোট বোন রুমি জানান আমার ভাই সিমার কথা মত চলাফেরা করতো আমরা ভাইকে সব সময় ফোন করতো। এ বিষয়ে সিমার যা শিল্পী জানান সম্পর্ক ছিল বলে এই ঘটনা ঘটেছে প্রায় ৪ বছর রনির সাথে সম্পর্ক ছিল সিমার। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খান পি পি এম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে দুই জনকে আটক করা হয়েছে।