মোঃ হযরত আলী দৌলতপুরঃ
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামে রবিবার আনুমানিক ১১ঃ৩০ মিনিটে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। মথুরাপুর পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থী নিয়ে আসার সময় মথুরাপুর গামি যাত্রীবাহী বাস (বরিশাল-জ ১১-০০৩৪) ইজিবাইক নিজ সাইডে থাকার পরে ও বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে চাপাদেয় । ইজিবাইকে থাকা ছাত্রীরা সামান্য আহত হয় এবং ইজিবাইকের ড্রাইভার গুরুতর আহত হয়। এলাকাবাসী জানান বাসের গতি অনেক বেশি থাকার কারনে এই ঘটনাটা ঘটেছে । ইজিবাইকের ড্রাইভার হোসেনাবাদ কান্দিরপাড়ার মৃত সামছুল হকের ছেলে আঃ আওয়াল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করেন । দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান বাসটি আটক করা হয়েছে, তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে ।