
হযরত আলী দৌলতপুর,( কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কামার পাড়া গ্রামের মৃত্য জাহার মন্ডলের ছেলে, মহন (৩৫) নামে বিদুৎ পৃষ্ঠ হয়ে মুত্যু হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসী সূত্র জানান মহন ফিলিপনগর নদীর সাইটের ব্লক তৌরির কাজ করতো, মঙ্গলবার সকাল আনুমানিক ৭ টার দিকে কাজ করতে গেলে ব্লক তৌরির কাজে ব্যবহৃত ভ্রাইব্যটর মেশিনে কাজ করার সময় বিদুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। প্রত্যক্ষদর্শি ওয়ারেসের ছেলে লালন ও হুজুর মন্ডলের ছেলে রাসেল জানান ভ্রাইব্যটর মেশিনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে । এ বিষয়ে ফিলিপনগ ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক কবীরাজের জানান আমিও ভাবছি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ।