
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আনারুল ইসলাম (৫২) কে ১০৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত অনুমানিক ১ টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনায় মালিকা পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আনারুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া চামনায় মালিকা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। তার বসত বাড়ীর রান্না ঘরের চুলার পাশে থাকা বস্তাবন্দি ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাতে এস আই সেলিম রেজা, এস আই সাব্বির, এ এস আই আলামিন সহ সঙ্গীয় অফিসার অভিযান পরিচালনা করে আসামি আনারুল ইসলাম কে ১০৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Please follow and like us: