দ্রব্যমূলের উর্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা তাঁতীদল। মঙ্গলবার (১৫মার্চ )বেলা ১১-৩০ ঘটিকার সময় জেলার গিলাতলা বাজারে তাঁতীদল বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান।
বিক্ষোভ সমাবেশ শেখ জিল্লুর রহমান বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি রুখতে এই সরকার ব্যর্থ। দেশের প্রতিটা সেক্টরে সীমাহীন দুর্নীতি চলছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। নীতিভ্রষ্ট নিশি রাতের সরকার কোনোকিছুই কন্ট্রোল করতে পারছে না। তিনি এই সরকারকে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক পন্থায় দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার অনুরোধ জানান। সমাবেশে তিনি আরও জানান যে, বাগেরহাট জেলা তাঁতীদলের আহবায়ক শাহাদাত হোসেন আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছে। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, তাঁতীদল বাগেরহাট সদর উপজেলার আহবায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, রামপাল উপজেলা তাঁতীদলের আহবায়ক সর্দার বাকি বিল্লাহ , ফকিরহাট উপজেলার আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব এনামুল কবির , মোড়েলগঞ্জ উপজেলার আহবায়ক দুলাল হোসেন, চিতলমারী উপজেলার সদস্য সচিব রাজিব পাইকসহ জেলা পৌর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।