
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে গাইবান্ধায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে জেলা শহরের সার্কুলার রোডে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মকসুদার রহমান চৌধুরী, মোস্তফা কামাল, মকছুদ সর্দার, আশরাফুল ইসলাম, হাফিজার রহমান, আব্দুল আজিজ, সাহারুল ইসলাম সুমন, খন্দকার আল আমিন, শোয়েব হক্কানী, ইমাম হাসান আলাল, আহমেদ ইমতিয়াজ রনি প্রমুখ।
বক্তারা, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারা জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে অযোগ্য ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের পদত্যাগ চান।