
সুনামগঞ্জের ধর্মপাশায় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘোরাফেরা করার অপরাধে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ট পর্যন্ত ধর্মপাশা সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব বলেন,
ধর্মপাশা সদর বাজারে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ জনকে মাস্ক না পড়ার কারনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং জনগণকে মাস্ক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us: