
তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বৈদুতিক দুর্ঘটানা এড়াতে অন্যদেরকে সাবধান করতে গিয়ে ধান উড়ানো ফ্যানের আঘাতে পারুল বেগম (৮০) নামের এক বয়োবৃদ্ধ মহিলার মৃত্য হয়েছে। গত বুধবার (২৪ মে ২০১৭ ) সকাল ৬ টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত পারুল বেগম উপজেলার কালারপাড়া ইউনিয়নের সরুগ্রাম পুর্বপাড়ার আজিজার রহমান সাকিদার এর স্ত্রী। নিহতের পারিবারিক ও স্থানীয় সাংবাদিক কারিকুল হাসান লিখনের সুত্রে জানাযায়, ঘটনার দিন সকালে নিজ বাড়ীর উঠনে মাড়াইকৃত ধান উড়ানোর কাজ করছিলো নিহতর পরিবারের সদস্যরা। নিহত পারুল বেগম ঘুম থেকে উঠে সকাল ৬টার দিকে পরিবারের সদস্যদের লক্ষকরে বলেন, তোমরা ফ্যানের কাছ থেকে একটু সরে সাবধানে ধান উড়াও। এ কথা বলার পর অনাকাঙ্খিত ভাবে পারুল বেগম নিজেই ফ্যানের আঘাত প্রাপ্ত হয়ে গলাকেটে ঘটনাস্থলেই নিহত হন। গ্রামের স্থানীয় বিশিষ্টজন জুলফিকার আলী মাষ্টার সংবাদ কর্মীকে জানান, আমাদের কাছে এটা একটি অপ্রত্যাশিত ঘটনা। নিহত নিজেই অন্যকে সাবধান করতে এসে নিজেই দুর্ঘটনার শিকার হয়েছেন।