১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ধুনটে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৯, ১৯:২৮ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.এ রাশেদ, বগুড়া প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলায় ৪ বছরের শিশু ধর্ষনের মামলায় বোরহান উদ্দিন শ্যামল (১৪) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বোরহান উদ্দিন শ্যামল উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান চল্লিশ পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীরের ছেলে ও গোসাইবাড়ী এ.এ উচ্চ বিদ্যালয় থেকে চলতি জেএসসি পরিক্ষায় অংশ নেয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াজান যমুনা নদীর বাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান চল্লিশ পাড়ার নির্মান শ্রমিক খোকন (টুকুন) মিয়ার ৪ বছরের শিশু কন্যা পার্শ্ববর্তী প্রবাসী জাহাঙ্গীরের বাড়ীতে জলপাই কুড়াতে যায়। এসময় বাড়ীতে কেউ না থাকার সুবাদে বোরহান উদ্দিন শ্যামল তাকে টিভিতে কার্টুন ছবি দেখানোর লোভ দেখিয়ে ঘরের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শারীরিক অবস্থায় খারাপ হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় ১৩ তারিখে মামলা দায়ের করে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে সুস্থ আছে। ধর্ষক বোরহান উদ্দিন শ্যামল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের কথা শিকার করেছে। বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET