১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নগরীতে পরিবহনকালে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার ৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৬ ২০২৫, ০২:২৩ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে অভিনব কায়দায় বিপুল পরিমান গাঁজা বিপুল মাদক পরিবহনকালে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাসের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি ও ১০ কেজি ২৮০ গ্রাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ রিয়াজ (২৫), সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদিসপুর চা-বাগান এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে, লিপি বেগম (৩২), সে একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ও মোঃ বাবুলের স্ত্রী, একই থানার নারায়নপুর ইটাখোলা মৃত ওলি মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০), সিএনজি ড্রাইভার মোঃ সোহাগ আলী (২৬), সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাতরশিয়া বুজপাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর আভিযানিক দল জানতে পারে, সিলেট-হবিগঞ্জ থেকে কতিপয় মাদক কারবারি যাত্রী বেশে বিপুল পরিমান গাঁজা সিএনজি যোগে পরিবহন করে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বেলপুকুর মোড়ে অবস্থান করে র‌্যাব সদস্যরা। পরে বর্ণীত সিএনজি নিকটে আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় সিএনজিতে তল্লাশী চালিয়ে ১০কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং যাত্রীবেশে সিএনজিতে থাকা ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য বলে স্বিকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় ভিন্ন ভিন্ন বাস ও সিএনজিতে যাত্রীবেশে ও পণ্য পরিবহণের আড়ালে গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ-সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বেলপুকুর থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET