নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব গঠন করা হয়েছে।
১৩ মার্চ মঙ্গলবার, বিকালে ব্যবসায় প্রশাসন অনুষদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব গঠন করে এক) বছরের জন্য এই ক্লাবের কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আলভী রিয়াসাত মালিক, প্রভাষক মোহাম্মদ মিলন, অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদুর রহমান, এনভায়রমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নকিবুল হাসান খান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কমিটিতে সভাপতি ইবনুল হায়দার নাকিব, সাধারণ সম্পাদক সুজন বণিক, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ কুমার, জাহিদুল হাসান, হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ এরশাদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক তিতলি দাস, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, ম্যানিলা চাকমা, প্রচার সম্পাদক আমিমুল এহসান ও কামরুন্নাহার বিথী।