
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছেন আগামী ঈদুল ফিতরে নুসরাত ফারিয়ার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বস ২’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমায় ফারিয়া কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেছেন। প্রকাশিত ট্রেলারে এটা স্পষ্ট যে, ‘বস ২’ সিনেমা দিয়ে নতুন ইমেজে পর্দায় আসছেন এই গ্লামার কন্যা। মাহি ও পরীমণি এর পর জাজের প্রযোজনায় ঢালিউডের নতুন অ্যাকশন লেডি হয়ে পর্দায় আসছেন ফারিয়া। ‘অগ্নি’ বা ‘রক্ত’ এর মত লেডি অ্যাকশন সিনেমা না হলেও ‘বস ২’ সিনেমাতে ফারিয়ার চরিত্র অ্যাকশন লেডি রুপী । বিভিন্ন সময়ে প্রকাশিত এই সিনেমার কিছু স্থিরচিত্রেও ফারিয়াকে দেখা গেছে অ্যাকশন গার্ল হিসাবেই। হাতে বন্দুক আর চেহারায় ফুটে উঠা কাঠিন্য সেরকমই কিছুর আভাস দিচ্ছে। জানা গেছে মারদাঙ্গা ও অ্যাকশননির্ভর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নতুন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এই নায়িকাকে। মার্শাল আর্টের স্টান্ড শিখার পাশাপাশি অ্যাকশন দৃশ্যের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে।