বিনোদন প্রতিবেদক : একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অভিনেত্রী তারিন। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘চুপ! ভাই কিছু ভাবছে’। এরই মধ্যে শুটিং শুরু করেছেন তিনি।
৬ এপ্রিল থেকে ঢাকা ও পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু করেছেন । দৃশ্যধারণ চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম।
এ প্রসঙ্গে তারিন বলেন, ‘নাটকের নাম শুনেই ভালো লেগেছে। নাটকের গল্প গ্রাম এবং শহরকে কেন্দ্র করে। আমি মায়া নামের চরিত্রে অভিনয় করছি।’
পরিচালক সাগর জাহান জানান, ঈদের জন্য ৬ পর্বের এ ধারাবাহিকটি নির্মিত। এর আগে এ সিরিজে অভিনয় করেছিলেন অপি করিম। এবার তারিন ও মোশাররফ করিম জুটি। এটি ঈদে কোনো একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।