ন্যাশনাল গার্ড নামে নতুন নিরাপত্তা বাহিনী তৈরির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সংগঠিত অপরাধ দমনে কাজ করবে এ বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বাহিনীগুলো থেকে সদস্য নিয়ে ন্যাশনাল গার্ড গঠন করা হবে। নতুন এ বাহিনীর নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট পুতিনের প্রাক্তন দেহরক্ষী ভিক্টর জলোটোভ। এ বাহিনীর কাজকর্মের বিষয়ে তিনি সরাসরি পুতিনকে অবহিত করবেন।
বুধবার ক্রেমলিনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন ঘোষণা দেন, আমরা নতুন বাহিনী গঠন করছি।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শৃঙ্খলা বজায় রাখতে এ বাহিনী কাজ করবে। এদিকে সমালোচনা উঠেছে, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য পুতিন এ বাহিনী গঠন করেছেন। কিন্তু পেসকভ এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়ার নতুন বাহিনীর হাতে অনেক ক্ষমতা থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনে বিনা অনুমতিতে গ্রেফতার ও গুলি করার ক্ষমতা দেওয়া হতে পারে এ বাহিনীকে। পুতিনের বিরোধী পক্ষগুলো দাবি করছে, নতুন বাহিনী ব্যক্তিগত স্বার্থে বিরোধীদের দমনে কাজে লাগবেন পুতিন।