
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী সালমা। আগামী ২৫ জুন প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান ‘শ্যাম পিরিতে’ গানের মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওতে মডেল হলেন প্রীতম খান ও প্রিয়াঙ্কা।
সালমার অসংখ্য গান কোটি মানুষের মন জয় করে নিয়েছে। তেমনি “শ্যাম পিরিতে” গানটিও কোটি মানুষের মন জয় করবে আশা করা যাচ্ছে।
শ্যাম পিরিতি গানটি সম্পর্কে মডেল প্রীতম খান জানান – এটি খুব সুন্দর একটি মিউজিক ভিডিও। আমার দর্শকরা এর আগে আমার যতগুলো মিউজিক ভিডিও দেখেছে সেগুলো থেকে এটি ভিন্ন রকম মিউজিক ভিডিও। আমি এই প্রথম কোন একটি ভিন্ন রূপে কাজ করলাম। যেটি এর আগে কোন গানে করা হয়নি। এই প্রথম আমি কৃষ্ণের চরিত্রে কাজ করলাম। রাধা কৃষ্ণের গল্প নিয়ে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি আমার বিপরীতে ছিলেন প্রিয়াংকা জামান। আর এই মিউজিক ভিডিওটি খুব সুন্দর নির্মাণ করেছেন বিপ্লব মিত্রা।
শ্যাম পিরিতি গানটি লিখেছেন এবং সুর করেছেন লন্ডনপ্রবাসী গীতিকার দেলোয়ার শাহ নেওয়াজ এবং মিউজিক করেছেন এম এ রহমান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিপ্লব মিত্রা। আর এই মিউজিক ভিডিওটি চিত্রায়ন করা হয়েছে গাজীপুর খামারবাড়িতে। মিউজিক ভিডিওটি প্রকাশ হবে সানডে মিউজিক স্টেশনের ব্যানারে।