নয়া আলো ডেস্কঃ- নির্মাতা বাবু সিদ্দিকী বাংলা মাসের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বাংলা মাসের প্রথম দিনে সবার কাছে দোয়াও চেয়েছেন যাতে তিনি বাংলা মাসের ১৪২৫ এ ভালো ছবি উপহার দিতে পারে দর্শকদেরকে । বর্তমান তিনি ময়নার ইতিকথা সিনেমার শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন । ছবিটি গাজীপুরের বিভিন্ন স্থানে শুটিং হচ্ছে ।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় নির্মাতা বাবু সিদ্দিকীর সাথে তিনি বলেন, আজ থেকে শুরু হবে বাংলা মাসের নতুন দিন । আমি আগে যা করেছি তার চেয়ে এবছর আরো বেশী কাজ করতে চাই । আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই আর সবার কাছে দোয়া চাই যাতে আমি সামনে আরো ভালো ছবি উপহার দিতে পারি । আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা বেশী বাংলা ছবি দেখবেন আর হলে গিয়ে দেখবেন এটাই আমার বাংলা মাসের প্রথম দিনে সবার কাছে প্রত্যাশা ।
Please follow and like us: