সিরাজগঞ্জের নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমাজ (রেজিঃ-১২০৪৮) সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার ১৯ মার্চ বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমাজ (রেজিঃ-১২০৪৮) সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশীষ কুমার ঘোষের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ সদর সহকারী শিক্ষক সমাজ সমিতির সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমাজ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম ছানোয়ার হোসেন। এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ। এছাড়াও শিক্ষক নেতৃবৃন্দদের বক্তব্যর মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার সকল অবদানের কর্মকাণ্ড তুলে ধরা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমাজ (রেজিঃ-১২০৪৮) সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহীদুজ্জামান পলাশ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধাক্ষ নকুল কুমার সাহা, সমন্বয়ক এস.বি শাহীন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, মোঃ মোকলেছুর রহমান, ঝিলাম খান, সদর উপজেলার সহকারি শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক কে. এম. মাসুদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান অনিক, সদস্য আসাদুর রহমান, শাজাহান সিরাজ, কারিম মির্জা, সালাউদ্দিন শিকদার, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সন্তোষ কুমার নিয়োগী, সহকারী শিক্ষক সমাজ কামারখন্দ উপজেলার সভাপতি আব্দুল লতীফ ঝন্টু , রায়গঞ্জ উপজেলার সভাপতি আলমগীর হোসেন সরকার সহ-সভাপতি আবুল পলাশ আজাদ সহ অন্যান্য সহকারী শিক্ষক নেতৃবৃন্দ।