
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ার হাট এলাকার বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সাদিয়া ফিলিং স্টেশন নামক তেলের পাম্পের সামনে কয়লাবাহী ট্রাক ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে ধান মাড়াই অটো চালক মমিনুল ইসলাম (৩৩) নিহত হয়েছে এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর ৪ টায় কয়লাবোঝায় ট্রাক ঢাকা মেট্রো- ট ১৩-১৮৫৯ বিরামপুরের দিকে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ১ টি ধান মাড়াই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান মাড়াই অটোর মালিক মমিনুল ইসলাম (৩৩) ঘটনাস্থলেই নিহত হয় এবং লালন নামে একজন আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ট্রাকটিকে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।