৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০১৮, ১৯:১৯ | 691 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হক (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গত (১৯ ফেব্রুয়ারি) সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার টিকরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার টিকরপুর গ্রামের বাদল মিয়া, নোয়াদ্দা গ্রামের তাজেল ফকির ও মোহনপুর গ্রামের রতন মিয়া।

এঘটনায় গালিমপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাশিদ জানান, রাত ৮টার দিকে পায়ে হেটে ছয়জন শ্রমিক কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমথ্যে ঢাকা থেকে ছেড়ে আসা দোহার উপজেলাগামী ডিএনপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হক, তাজেল ফকির, বাদল মিয়া ও রতন মিয়া নামে চার শ্রমিককে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল হকের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে।

এসময় তিনি আরো বলেন, গাড়িসহ চালককে আটকের চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET