ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হক (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গত (১৯ ফেব্রুয়ারি) সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার টিকরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার টিকরপুর গ্রামের বাদল মিয়া, নোয়াদ্দা গ্রামের তাজেল ফকির ও মোহনপুর গ্রামের রতন মিয়া।
এঘটনায় গালিমপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাশিদ জানান, রাত ৮টার দিকে পায়ে হেটে ছয়জন শ্রমিক কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমথ্যে ঢাকা থেকে ছেড়ে আসা দোহার উপজেলাগামী ডিএনপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হক, তাজেল ফকির, বাদল মিয়া ও রতন মিয়া নামে চার শ্রমিককে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল হকের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে।
এসময় তিনি আরো বলেন, গাড়িসহ চালককে আটকের চেষ্টা চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।