
রানা বণিক, নবীনগর (ব্রাহ্মনবাড়িয়ার) প্রতিনিধি- নবীনগর উপজেলার সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয় মাঠে সলিমগঞ্জ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ২য় সেমিফাইনাল খেলা স্থগিত রাখা হয়েছে। জানা যায়,সোমবার(০৩/১০) বাড্ডা নয়াচর একাদশ বনাম থোল্লাকান্দি একাদশের মধ্যকার খেলা বিকাল চারটায় শুরু হলে প্রথম গোল হজম করেন থোল্লাকান্দি ফুটবল একাদশ দ্বিতীয় গোল হজম করেন বাড্ডা নয়াচর ফুটবল একাদশ। দ্বিতীয় গোল নিয়ে বাড্ডা নয়াচর ফুটবল একাদশ দাবী করেন গোলটি অফসাইটে হয়েছে। খেলা নির্ধারিত সময়ে দু দলের টিম ম্যানেজার ও গন্যমান্য ব্যাক্তি বর্গ এ বিষয়ে কোন সুরাহা না হওয়ার কারণে খেলা স্থগিত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে মাইকে ঘোষণা করা হয়। এ বিষয়টি নিয়ে মাঠে থাকা পাবলিক সর্মথকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়াইল ও ধরাভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধেঁ এতে ধাওয়া-পালটা ধাওয়া ঘটনা ঘটে রাস্তায় এক ঘন্টা গাড়ী চলাচলে বিঘ্ন ঘটে এসময় আতংকে সলিমগঞ্জ বাজারের দোকান পাট বন্ধ হয়ে যায় এতে ছুটা ছুটি করতে গিয়ে আহত হয় ১০/১৫ জন। গুরুতর আহত বাড়াইল গ্রামের মিজান ডাঃ ছেলে মো.হাবিব কে দ্রুত স্পীড বোট যোগে নরসিংদী পাঠানো হয়েছে। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো.গোলাম মোস্তফার নেতৃত্বে ক্যাম্প পুলিশ লাঠি চার্জ করে নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সলিমগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে সতর্ক অবস্থানে পুলিশ।