
মোঃ আক্তারুজ্জামান/রানা বনিক ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলায় ৪৮১জন ভূয়া মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা উত্তোলন করে নিচ্ছে এ সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম কে । রবিবার (১৬/১০) সন্ধ্যায় মন্ত্রী মহোদয় সরসরি ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেন। মুক্তিযুদ্ধাদের মাঝে আলোচনার ঝড়শুরু হয়েছে। প্রসাশনেও ব্যস্ততা বেড়ে যায়। ভুয়া মুক্তিযুদ্ধাদের মধ্যে দেখা দিয়েছে আতংক। প্রকৃত মুক্তিযুদ্ধারা চাচ্ছেন ভুয়া মুক্তিযুদ্ধারা বাতিল হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল সোমবার(১৭/১০) মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও অভিযোগকারী আবদুল মোতালিব, সহকারী কমন্ডার আজাহারুল ইসলাম লালু এবং সংসদের কমান্ডার এমদাদুল হক এই তিনজনকে ডেকে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্য সংগ্রহ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, মন্ত্রী মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন, তাঁর নির্দেশে তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই তদন্ত্র প্রতিবেদন আজকের মধ্যেই মন্ত্রি মহোদয় বরাবরে পাঠাতে হবে। উল্লেখ্য এ মাসেই ৪৮১ ভূয়া মুক্তিযোদ্ধা কিভাবে ভাতা পাচ্ছেন উল্লেখ করে বর্তমান যাচাই বাছাই কমিটি বাতিল করে নতুন যাছাই বাছাই কমিটি গঠনের আবেদন জানিয়ে মন্ত্রী বরাবর আবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবদুল মোতলিব। স্বাধীনতার দীর্ঘদিন পর ভুয়া মুক্তিযুদ্ধাদের ব্যাপারে মুক্তিযুদ্ধাদের পক্ষেই ব্যাবস্থা নেওয়ার দাবী উঠায় বিভিন্ন সংগঠনের পক্ষথেকে অভিযোগকারী মুক্তিযুদ্ধা আব্দুল মোতালিব ও স্বাক্ষী আজহারুল ইসলাম লালু সহ সকলকে অভিন্দন জানিয়েছেন।