
রানা বণিক, নবীনগর ( ব্রাহ্মণবারিয়া) প্রতিনিধি- তিন মাস বন্ধ থাকার পর বুধবার দুপুরে ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ-বাংগরা সড়কের সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেন ব্রাহ্মনবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকার জাতীয় সাংসদ ফয়জুর রহমান বাদলের পক্ষে ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম।২৯কিলোমিটার নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কের নবীনগর-বাংগরা অংশের ১১ কি: মি: রাস্তার সংস্কার মেরামত কাজ দ্রুত শেষ হবে বলে আশা করা হয়। এ উপলক্ষে বাংগুরা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, এ রাস্তা নবীনগরকে অর্থনৈতিক ওবানিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিনত করবে। তাই তিনি গুনগত ও পরিমানগত মান বজায় রেখে রাস্তাটির কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য সওজ বিভাগকে নির্দেশ দেন। স্থানীয় জিনোদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম।বক্তব্য রাখেন ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম,সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাইজুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী আমীর হোসেন খান ,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এড. শিব শংকর দাস,সদস্য জসীম উদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান,চেয়ারম্যান ফারুক আহম্মদ সরকার,আবু মোছা।মাজহারুল হক চঞ্চলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংগুরা বাজারের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারিবৃন্দ। বক্তাগন দীর্ঘদিনের বহুল কাংখিত এ রাস্তার সম্প্রসারন, সংস্কার ও মেরামত কাজের ব্যবস্থা করায় যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তাগন আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলা প্রশাসনের তদারকি ও সওজের একান্ত চেষ্টায় অচিরেই এ রাস্তার কাজ শেষ হবে ও এলাকার মানুষের দূর্ভোগের সমাপ্তি ঘটবে।