
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি– ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামে রবিবার(২৪/১০) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুন ও ডাকাতি মামলার আসামী মোস্তাক মিয়া(২৮) কে গ্রেপ্তার করার সময় পুলিশের উপর হামলা চালায়।এতে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টবল নজরুল ইসলাম কে আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা করান।ডাকাত ও খুনি মোস্তাক কে আটক করলে তার কাছ থেকে ১৩৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।সে রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের লিল মিয়ার ছেলে।সে ওই গ্রামের ছোটন হত্যা মামলা আসামী।একই রাতে সলিমগঞ্জের পুলিশ খাগাতুয়া গ্রামের নারী ও শিশু নির্যাতন আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শেখসাদী ওরফে শামীম(৪৮)কে গ্রেপ্তার করে।সোমবার সকালে ধৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়।