
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর চতলপাড়ার হাবিবুর রহমানে ছেলে মো.সাইদুল মিয়া(২০)নামে এক যুবক বিদ্যুৎপৃষ্টে নিহত হয়েছে।সোমবার(১৫/৫) দুপুরে উপজেলার রছুল্লাবাদ হাইস্কুলের পাশে বিদ্যুতের ঝুলন্ত তারে চলন্ত ট্রাক্টর লেগে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ,পল্লী বিদ্যুত অফিসে বারবার জানানোর পরও বিদ্যুতের তারটি না সরানোর কারনে এ ঘটনার ঘটে।
Please follow and like us: