
নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি- ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিবপুর ইউপির চেয়ারম্যান মোঃশাহীন সরকারের উপর শুক্রবার(২৮/১০)রাত অনুমান ৯ টায় বোমা হামলার ঘটনা ঘটে।ওসি মোঃইমতিয়াজ আহম্মদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির একটি চক্রসহ দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। জানা যায়,আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান মোঃশাহীন সরকার শুক্রবার রাত অনুমান ৯ টার দিকে বাঘাউরা তার নিজ বাড়ি হতে জুলাইপাড়া একটি সভায় যাওয়ার পথে বাঘাউরা হাসপাতাল/ ক্লিনিকের মোড়ে পৌছলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুইটি হাত বোমা/ ককটেল মারলে সে অল্পের জন্য রক্ষা পায়।এলাকাবাসীর অভিযোগ, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ঝামেলা কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।চেয়ারম্যান শাহীন সরকার বলেন,একটি বোমা ফুটার পরে আমি যদি দৌড় না দিতাম তাহলে দ্বিতীয় বোমার আঘাতে মারা যেতাম।বিএনপি- জামাতের একটি চক্র স্কুলের ঘটনায় আমার উপর এই হামলা চালিয়েছে।