বন্যপ্রাণী অপরাধ ইউনিটের পরিচালক জহির আকন জানান, গোপন সংবাদেও মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার নরসিংদীর জেলার আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী পাখি ও বন্য প্রাণি উদ্ধার করা হয়। পরে ওই মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এবং দেশীয় বন্যপ্রাণী খাঁচায় বন্দি করে রাখা দন্ডণীয় অপরাধ-এ সম্পর্কে অবগত করা হয়। মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার ভুল স্বীকার করেন। বন্য প্রাণীগুলোকে উদ্ধার করে বৃহস্পতিবার প্রাণি-পাখিগুলোকে অবমুক্ত করার জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান, পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান ও সারোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, উদ্ধারের মধ্যে বানর ও গন্ধগোকুল ভাওয়াল ন্যাশনাল পার্কে ছেড়ে দেয়া হয়েছে। অন্য পাখিগুলোকে সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।