২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নলকা সেতুতে ফাটল, তীব্র যানজটঃ সওজ এর ব্যর্থতা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০১৮, ১১:৩০ | 747 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-  বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরাঞ্চলের ১৬ ও দক্ষিনাঞ্চলের ১০ জেলার চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন সিরাজগঞ্জের নলকা সেতুতে ফাটল দেখা দেয়ায় তীব্র জানজট দেখা দিয়েছে। এটা কি সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতা নাকি ব্যর্থতা ?
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা সেতুর বিমে ফাটল দেখা দিয়েছে। এতে সেতুর পূর্বপ্রান্তে ভেক ওয়ালের উত্তর পাশে বিম আড়াই থেকে তিন ইঞ্চি দেবে গেছে। যে কারণে এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন সেতুর একলেন দিয়ে চলাচল করছে। একলেনে চলাচলের কারণে সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যার আগে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ নলকা ব্রিজে এ ফাটল দেখা দেয়।সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে. এম জহুরুল আলম জানান, বিমে ফাটলের কারণে সেতুর ওপরের পথচারী পারাপারের অংশটি দেবে গেছে। ভারী যানবাহন চলাচল করলে আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাতেই প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে এটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত আব্দুল কর্মকর্তা কাদের জিলানী জানান, নলকা সেতুর বিমে ফাটল দেখা দেয়ায় আপতত এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন চলাচল করছে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET