
স্টাফ রির্পোটার- নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউপির কৈরাশ গ্রামে আজ সকাল ৯টার সময় স্হানীয় পুকুর থেকে অজ্ঞাত যুবকের মাথা ভাসতে দেখা যায়,খোজাখুজির পর ২০০মিটার অদুরে ধানের ক্ষেত থেকে দেহের সন্ধান মেলে।এই রির্পোট লেখা পর্যন্ত ঘটনাস্হলে প্রশাসনের কোন কর্মকর্তা উপস্হিত হননি।স্হানীয় সূত্র জানায় লাশটি একই গ্রামের আমিনুল হক মিয়াজীর ছেলে মোহাম্মাদ শিফাত মিয়াজী কিনা? জানা যায় গত ৯ই অক্টোবর থেকে শিফাত মিয়াজি নিখোজ রয়েছে।
Please follow and like us: