নিজস্ব প্রতিনিধি-
নাঙ্গলকোটে আসন্ন ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি,আবদুল গফুর ভূঁইয়া সমর্থিত। মনোনয়ন প্রাপ্তরা হলেন, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান গোলাম রসূল, সাতবাড়িয়া ইউনিয়নে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. জামাল উদ্দিন দুলাল।মেীকরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান কলিম উল্যাহ। শনিবার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের হাতে বিএনপি দলীয় মনোনয়ন পত্র তুলে দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. আলী আক্কাছ চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট পৌর কমিশনার আনোয়ার হোসেন মুকুল, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা, জোড্ডা ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেন স্বপন, ছাত্রদল নেতা সহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ইউপি নির্বাচনে পঞ্চম ধাপে প্রাথমিক পর্যায়ে ৬টি ইউনিয়নে ২৮ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তরা জানিয়েছেন সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে বিজয় অর্জনের মাধ্যমে ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবেন।