

আপনাদের ভালবাসায় নাঙ্গলকোট টাইমস২৪ ডটকম আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশনার প্রথম বর্ষপূর্তি ও ২য় বর্ষে পর্দাপন করতে যাচ্ছে।পত্রিকার ১ম বর্ষপুর্তি উপলক্ষে আমরা বিশেষ ক্রোড়পত্র ও ১টি সাহিত্য সাময়িকী প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।বিশেষ সাময়িকীতে যারা বাণী,বিজ্ঞাপন,গল্প,কবিতা,প্রবন্ধ,রম্যরচনা ও নাঙ্গলকোটের ইতিহাস ঐতিহ্য প্রকাশ করতে চান, এক কপি রঙ্গিন ছবি সহ আগামী ২০শে নভেম্বর এর মধ্যে লেখা পাঠাতে পারেন।নির্বাচিত মেধাবী ৩ জন লেখককে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ১৫জন বিশিষ্ট ব্যক্তিকে গুনিজন সংর্বধনা ও নাঙ্গলকোট টাইমস ক্রেস্ট প্রদান করা হবে।nangalkottimes24@gmail.com এই ইমেলে লেখা পাঠাবেন।
খোরশেদ আলম চেীধুরী
প্রধান সম্পাদক
নাঙ্গলকোট টাইমস২৪ডটকম
Please follow and like us: