মাইন উদ্দিন দুলাল-
নাঙ্গলকোট উপজেলার ৬টি ইউপি নির্বাচনে প্রতিদ্ধন্ধীতা করার জন্য গতকাল সোমবার পর্যন্ত কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থী উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কয়েকটি ইউনিয়নে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন মৌকারা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু তাহের, বক্সগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা অহিদুর রহমান, মক্রবপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা মুকুল, ঢালুয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান বাছির ভুঁইয়া, ঢালুয়া ইউনিয়নে স্বতন্ত চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন, বাঙ্গড্ডা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, মৌকারা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর। তাছাড়া বিভিন্ন ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ও সদস্য মনোনয়নপত্র দাখিল করেছেন।