কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর উচ্চ বিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে ওই স্কুল থেকে জিপিএ-৫ সহ কৃতকার্য হওয়া ৩৮ শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদার স্বপনের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার কলিম উল্লাহ।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহিব উল্লাহ, সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠান শেষে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতকার্য হওয়া ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩৮ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।