কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রায় এক’শ পরিবারে রমজান শুভেচ্ছা ও ইফতার উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি শরীফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কাজী শামসুল আলম।
উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সেক্রেটারি মাওলানা সাদ্দাম হোসেন হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা ইসহাক হাজারী, মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদরাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি, সহকারী শিক্ষক মজিবুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারি আবু রশিদ, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সহ-সভাপতি আবু বকর, সহ-সেক্রেটারি আলাউদ্দিন মজুমদার, হাফেজ আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার উপহার বিতরণ করেন অতিথি বৃন্দ।