
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে মত বিনিময় সভা রবিবার পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল আফসার। অনুষ্ঠান শুরুতে নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদ্য বিদায়ী সদস্য বৃন্দ একে অপরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ সাদেক হোসেন ভ‚ঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, উপজেলা চেয়ারম্যান সমিতি সভাপতি ও ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভ‚ঁইয়া বাছির, উপজেলা আওয়ামীলীগ সদস্য ডাঃ এসহাক মিয়া, জসিম উদ্দিন চৌধুরী, জোড্ডা পূর্ব ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রহিম মোল্লা, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভ‚ঁইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসাইন আহম্মেদ, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সহ সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাছান তুষার, জোড্ডা পূূর্ব ইউনিয়ন নব নির্বাচিত সদস্য জালাল উদ্দিন, নুরুন্নবী মজুমদার, সাবেক মেম্বার মনির উদ্দিন সাবলু, সেলিম জাহাঙ্গীর, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলী আজগর মিয়াজী, মাহফুজুর রহমান স্বপন, ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক পলাশ, ইউপি সচিব জামাল হোসেন। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা মোহাম্মদ জালাল।