নাঙ্গলকোট প্রতিনিধি-নাঙ্গলকোটের বাঙ্গড্ডা দক্ষিণ পাড়া ইকবালের বাড়ির সামনের সড়কের ব্রিক সলিংয়ের শুভ উদ্ভোধন গতকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে সড়কের ব্রিক সলিংয়ের উদ্ভোধন করেন। বাঙ্গড্ডা ইউনিয়ন সাবেক আওয়ামী লীগ সভাপতি আবদুল মমিনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহজাহান মুজমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঙ্গড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার মোঃ হানিফ, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশিরুজ্জামান, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাজহারুল ইসলাম মহসিন, বাঙ্গড্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য প্রার্থী ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম, বাঙ্গড্ডা বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল বশার, শ্যামপুর এখলাছিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল খায়ের, বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম, বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাহমুদ হিরণ। এছাড়া, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন