সাইফুল ইসলাম-
নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী মাহিনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার জাঁকজমকপূর্ণ পরিবেশে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মজুমদারের সুযোগ্য সন্তান আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, রায়কোট ইউপি চেয়ারম্যান মাওলানা জাফর আহাম্মদ মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দাশ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বহিঃক্রীড়ায় ২৪টি ইভেন্ট এবং আন্তঃক্রীড়ায় ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করেন। আন্তঃক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল হক ভুঁইয়া এবং বহিঃক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন।