
ইমরান হোসেন সোহান:- নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলার সফল ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড অর্জন করেছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৯শে ডিসেম্বর চট্রগ্রাম চেরাগী মোড় শু-প্রভাত সেমিনার হল মিলনায়তনে এক অনুষ্ঠানে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ড. আজহার আলীর হাত থেকে ক্রেষ্ট ও সনদ গ্রহণ করেন আবু তাহের চেয়ারম্যান।
এই ক্রেষ্ট পাওয়ায় আবু তাহের চেয়ারম্যান দৃষ্টিনন্দন মৌকারা ইউনিয়নের জনগণের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।