
জামাল উদ্দিন স্বপন:- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের সাহেদাপুর গ্রামের ইসলামি ফাউন্ডেশন পরিচালিত স্কুলটিতে রাতের বেলায় আড্ডা ও মাস্তানি করা ছেলেও বখাটে গুলো কে ও কারা? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকার সচেতনমহলসহ উপজেলার সর্বত্র। জানা গেছে, সাহেদাপুরের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সামাজিক ব্যক্তিত্ব হাজী মোতালেব হোসেন নাঙ্গলকোট পৌরসভার হরিপুরের বাসিন্দা হওয়ায় সাহেদাপুরের বাড়িটি এক প্রকার পরিত্যক্ত হয়ে যাওয়ার,তাই ইসলামি ফাউন্ডেশনের অধীনে একটি স্কুলের শাখা বাড়িতে খোলা হয়। প্রতিদিন এখানে ক্লাস ও হয়। কিন্তু রাতের বেলায় এখানে গ্রামের উঠতি বয়সী ও তরুন বয়সী বখাটে কিছু ছেলে এখানে গাজার আসর বসায় ও তারা মাস্তি করে বেড়ায়। এবিষয়ে জানতে চাইলে বাড়ির মালিকও ইসলামি স্কুলটির অন্যতম তত্বাবধায়ক হাজী মোতালেব হোসেন জানায়- আমি মাঝে মাঝে দিনের বেলায় ওখানে গেলেও সন্ধ্যায় চলে আসি। তবে মধ্য রাতে কে বা কারা ওখানে আড্ডা দিচ্ছে বুঝতে পারছি না।
গ্রামের এক বৃদ্ধ লোক নাম প্রকাশ না করা শর্তে জানান-ছেলেদের আড্ডার কারণে এই পথ দিয়ে চলাচল করাও ভয়ংকর হয়ে দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, আমি তো ফাউন্ডেশনের রুল অনুযায়ী প্রতিষ্ঠান নিয়মিত চালিয়ে যাচ্ছি,দিনের বেলা কোন সমস্যা হচ্ছে না। তবে রাতে এখানে কিচ্ছু হচ্ছে বলে ও দিনে এসে কোন আলামত পাই না।
গ্রামের এক রিক্সা ড্রাইভার জানান-ছেলেগুলো গ্রামসহ আশেপাশের ভদ্র পরিবারেরই জন্ম নেয়া। ওরা এখানে আড্ডার নামে মাস্তি করে বেড়ায় ও অনেক সময় মহিলাদের এনে হষ্টি নষ্টি করছে। এতে গ্রামের উঠতি বয়সী ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। স্কুলের পাশে জায়গা রাতের আড্ডা ও অবৈধ কর্মকান্ড বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আর্কষণ করছেন এলাকার সচেতন জনসাধারণ।