![](https://www.naya-alo.com/wp-content/uploads/2018/02/1-11.jpg)
ইমরান হোসেন সোহান:
নাঙ্গলকোটে বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি প্রস্তুত ছিল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা উপজেলা সদরে অবস্থান নেয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফের নেতৃতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাঙ্গলকোট পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি একেএম মনিরুজ্জামান, আওয়ামী প্রচারলীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মজিবুল হক বাদল, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি আলী নোয়াব, স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ইলিয়াছ মিয়া শাহীন, মক্রবপুর ইউপি আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ ভূঁইয়া বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম বেচু, স্বেচ্ছা সেবকলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।