মোঃ মাইন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল শনিবার জঙ্গিবাদ ও সস্ত্রাস প্রতিরোধে মানববন্ধন সমাবেশ নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট বাজারের আলী আকবর প্লাজার সামনে মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব ইলিয়াছ মিয়া শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল হাই বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, নজরুল ইসলাম কিরণ, কুমিল্লা দঃ জেলার যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সদর দঃ সভাপতি সাইফুদ্দিন পাপ্পু। বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, পৌরসভা আহ্বায়ক মোঃ হানিফ প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্রুদের প্রতিহত করার আহ্বান জানান।