মো: কামাল হোসেন জনি:আগামী ৪ জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে পেরিয়া ইউপিতে গত শনিবার আ’লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এর মোটরসাইকেল প্রতীক প্রচার করার সময় চাঁদপুর নামকস্থানে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ূন কবির মজুমদারের লোকজনের বিরুদ্ধে মোস্তাকের মাইক ভাংচুর করে ২০ হাজার টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত রোববার বিকালে মোটরসাইকেল সমর্থক একরামুল হক বাদি হয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোনাজের রশিদ এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দেওয়ার প্রায় কিছুক্ষণ পর মোস্তাক সমর্থক শাকতলী গ্রামের ফজলুল হকের ছেলে মনির হোসেনকে আটক করে পুলিশ। মোস্তাক সমর্থকদের দাবি শাকতলী দীঘির পাড় নামকস্থানে গণ-সংযোগ করার সময় মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে মোস্তাক সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে থানার সামনে এসে অবস্থান নেয়। তার পরে পুলিশ এসে তাদেরকে থানার সামনে থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর আবার তারা থানার সামনে এসে অবস্থান ধর্মঘট করলে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা এসে তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে হুমায়ূন কবির মজুমদার জানান, মোস্তাক সমর্থকরা দৌলতপুর গ্রামে নৌকা প্রতীকের পোর্ষ্টার চিড়ে পেলে ও মাইক ভাংচুর করে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোনাজের রশিদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, মনিরকে ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আজ সোমবার আসামি মনিরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। অপর আসামী বাবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।