৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্য আ.হ.ম মুস্তফা কামাল মনোনীত প্রার্থী সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ করিম মজুমদার সোমবার দুপুরে নাঙ্গলকোট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি নিজেকে উপজেলা আ’লীগ ও সংসদ সদস্যের মনোনীত একমাত্র প্রার্থী দাবি করে বলেন, গত ৩দিন যাবৎ উপজেলা আ’লীগ ও এমপি-সহ দফায়-দফায় মিটিং করে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ওই বৈঠকে অনেক পর্যালোচনা শেষে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, লেখক ফখরুল হাসান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, সাফায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ।