মাইন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ বাঙ্গড্ডা, মৌকারা, বক্সগঞ্জ, ঢালুয়া, সাতবাড়িয়া ও মক্রবপুর ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান নাঙ্গলকাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা মেয়র আবদুল মালেক, উপজেলা নির্বাচন অফিসার আবদুস সালাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আলামিন, প্রাণী সম্পদ কর্মকর্তা রেজ্জাকুল হায়দার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, আবু তাহের চেয়ারম্যান, শাহজাহান চেয়ারম্যান, অহিদুর রহমান চেয়ারম্যান, মোঃ ইয়াছিন চেয়ারম্যান, গোলাম মর্তুজা চেয়ারম্যান প্রমুখ। শপথ বাক্য পাঠ শেষে নব-নির্বাচিত ইউপি সদস্যদেরকে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাদেরকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।