
সাইফুল ইসলাম,নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা-
কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার উদ্যোগে আর্থিক-শিক্ষা অন্তর্ভুক্তি ও স্কুল ব্যাংকিং কার্যক্রম শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা গতকাল বুধবার বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ সহকারি প্রধান শিক্ষক হানিফ মিয়ার সভাপতিত্বে স্কুল ব্যাংকিং কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মুল আলোচনা করেন-ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মোহাম্মদ শহীদুল্লাহ্। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য নুরে আলম মজুমদার তুহিন, প্রভাষক ছিদ্দিকুর রহমান, প্রভাষক এম এ আহছান হাবিব রিপন, ডেমোনেষ্ট্রেটর জিয়াউর রহমান জিতু প্রমুখ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডকুমেন্টারীও দেখানো হয। এসময় প্রায় ৫শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশান্স হাবিবুর রহমান।